বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:১৪ পূর্বাহ্ন

শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে: ফয়জুল করিম

নিজস্ব সংবাদদাতা / ১৫ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৭:৪৯ অপরাহ্ন

৫ আগস্টের পরও দেশে চাঁদাবাজি-ডাকাতি হচ্ছে বলে উল্লেখ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির ও চরমোনাই পির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।
তিনি বলেন, ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে হাসিনা সরকারের পতন হওয়ার পরও দেশে চাঁদাবাজরা রয়েছে। আগেও চাঁদাবাজি হতো এখনো হচ্ছে। এখন শুধু চাঁদাবাজদের হাত পরিবর্তন হয়েছে। এমন স্বাধীনতার জন্য দেশে ছাত্ররা সড়কে রক্ত ঝরায়নি। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে নরসিংদীর রায়পুরায় এক সমাবেশে তিনি এসব কথা বলেন।
ইসলামি আন্দোলন বাংলাদেশ আমীরগঞ্জ ইউনিয়ন সভাপতি মোহাম্মদ ফজলুল হক মোল্লার সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলরবের নির্বাহী পরিচালক মাওলানা বদরুজ্জামান, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ বিন মেহের উদ্দীন, জেলা ইসলামী আন্দোলনের সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া, জেলা সেক্রেটারি মুসা বিন কাসিমসহ আরও অনেকে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর