বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শীতবস্ত্র উপহার প্রদান-করা হয়েছে।
১৯ ডিসেম্বর কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের সম্মানিত আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম, যশোর-কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন, জেলা সেক্রেটারী সুজাউদ্দিন জোয়ারদার, সহকারী সেকেটারী খাইরুল ইসলাম রবিন, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য সদর-৩ আসনের নমিনি অধ্যাপক ফরহাদ হুসাইনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় জেলা আমির বলেন, জামায়াত একটি জনকল্যাণমূলক সংগঠন, জামায়াতে ইসলামী সব সময় সাধারণ মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ।