সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাবলিগের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত মিরপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে- আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে কুমারখালীতে ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, ৩০ হাজার টাকা জরিমানা দুর্নীতিতে কুষ্টিয়ায় উপানুষ্ঠানিক বিদ্যালয়ের কার্যক্রম দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব : ডা. তাহের সৌদি আরবে ‘সাদা সোনার’ সন্ধান মিলল

কুষ্টিয়া সুগারমিল চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি

ষ্টাফ রিপোর্টার / ২২ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪, ৬:৫৯ পূর্বাহ্ন

পুনরায় কুষ্টিয়া সুগারমিল চালুর দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে কুষ্টিয়া চিনিকল চালু ও রক্ষাকরন সংগ্রাম পরিষদ। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চিনিকলের প্রধান ফটকের সামনে এ কর্মসূচীতে অংশ নেন আখচাষীসহ শ্রমিক-কর্মচারীরা। পরে বিক্ষোভ সমাবেশ শেষে সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমানের নিকট পুনরায় সুগারমিল চালুকরন প্রসঙ্গে একটি স্মারকলিপি প্রদান করেন তারা।

এসময় কুষ্টিয়া চিনিকল চালু ও রক্ষাকরন সংগ্রাম পরিষদের আহ্বায়ক কামরুজ্জামান মিথুন বলেন- চালু সুগার মিলটি হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় কয়েক বছর ধরে চরম কষ্টে দিন পার করছে এ মিলের অধিনে থাকা আখচাষী ও শ্রমিক-কর্মচারীরা। বেকার হয়ে তারা ঘুরে বেড়াচ্ছেন রাস্তায় রাস্তায়। তিনি বলেন, কিছু আওয়ামী লীগ নেতার যোগসাজস্যেই সেসময় বন্ধ হয়ে কুষ্টিয়া সুগারমিলসহ ৬টি চিনিকল। তাই ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশে এই ক্লান্তিলগ্নে কুষ্টিয়া সুগারমিলের সকল শ্রমিক-কর্মচারি, আখচাষী ও ছাত্র জনতার পক্ষ থেকে পূনরায় কুষ্টিয়া সুগারমিলটি আধুনিকায়নের মাধ্যমে চালুর দাবী জানান তিনি। এছাড়াও খাদ্য শিল্প করপোরেশন ও নতুন সরকারের কাছে একই দাবী জানান সমাবেশে উপস্থিত আখচাষী ও শ্রমিক-কর্মচারিরা। এ বিষয়ে কুষ্টিয়া সুগার মিলের ইনচার্জ হাবিবুর রহমান জানান, কুষ্টিয়া চিনিকল চালু ও রক্ষাকরন সংগ্রাম পরিষদের পক্ষ থেকে একটি স্মারকলিপি হাতে পেয়েছেন তিনি। তাদের দাবী-দাওয়া এতে উল্লেখ আছে। স্মারকলিপিটি মন্ত্রনালয়ে পাঠানো হবে এবং কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিলে আবারও চালু হবে মিলটি। আবারও পূনরায় চালু হোক মিলটি, কর্ম জীবনে ফিরে আসুক আখচাষী ও শ্রমিক কর্মচারীরা, ভালো হোক এলাকার অর্থনৈতিক অবস্থা এমনটাই প্রত্যাশা সবার।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর