সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাবলিগের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত মিরপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে- আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে কুমারখালীতে ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, ৩০ হাজার টাকা জরিমানা দুর্নীতিতে কুষ্টিয়ায় উপানুষ্ঠানিক বিদ্যালয়ের কার্যক্রম দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব : ডা. তাহের সৌদি আরবে ‘সাদা সোনার’ সন্ধান মিলল

‘ ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবেজিএম কাদেরকে’

অনলাইন ডেক্স / ২০ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৭:৫৫ পূর্বাহ্ন

জিএম কাদেরকে ২৪ ঘন্টার মধ্যে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে বলে হুশিয়ারি দিয়েছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, জিএম কাদেরের উপস্থিতিতে রংপুরে জাতীয় পার্টির এক নেতা হাসনাত ও সারজিসকে টোকাই বলেছেন। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন হাসনাত ও সারজিস। দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য দায়ী হিসেবে জাতীয় পার্টিকেও বিচারের মুখোমুখি হতে হবে। আজ মঙ্গলবার মৌলভীবাজার জেলার কুসুমবাগে গণঅধিকার পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আবু হানিফ বলেন, ‘জুলাইয়ের হত্যা মামলার আসামি জিএম কাদের ও মজিবুল হক চুন্নুকে ৪৮ ঘন্টার ভেতরে আটক করতে হবে। বাংলাদেশে গত কয়েক বছর ধরে সরকারের অন্যায় অনিয়ম ও দুঃশাসনের বিরুদ্ধে গণঅধিকার পরিষদ রাজপথে সোচ্চার ভূমিকা পালন করেছে। জুলাইয়ে ছাত্র-জনতার আন্দোলনেও গণঅধিকার পরিষদ ও তার অঙ্গ সংগঠনের ১২ জন নেতাকর্মী শহীদ হয়েছেন।’
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দফতর সম্পাদক শাকিল উজ্জামান বলেন, ‘গণঅধিকার পরিষদ কোনো নব্য চাঁদাবাজ, দখলদারকে প্রশ্রয় দিবে না। গণঅধিকার পরিষদ গণমানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। প্রবাসীরা দেশের অর্থনীতির চাকা সচল রাখছে। প্রবাসীরা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। যে প্রবাসীদের রেমিট্যান্সে দেশের অর্থনীতির চাকা সচল হয় অথচ তাদের সেই প্রবাসীদের ভোটাধিকার নেই। প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর ছিল। ফ্যাসিবাদের দোসর হিসেবে ভোটের অধিকার হরণে এরা ভূমিকা পালন করেছে। এদের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।’
দলের সহ-সভাপতি নাজমুস সাকিব বলেন, ‘আওয়ামী লীগ বিভিন্নভাবে পুনর্বাসন হওয়ার চেষ্টা করছে সেই সুযোগ দেয়া যাবে না। ব্যাংক লুটের সাথে জড়িত আওয়ামী দোসরদের বিচার করতে হবে। দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে সবজির দাম বেশি। সরকার বাজার মনিটরিং করার উদ্যোগ নিয়েছে, খুব শীঘ্রই তার সুফল পাওয়া যাবে ‘

আলোচনা সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ মৌলভীবাজার জেলার সাবেক সদস্য সচিব অপু রায়হান, সাবেক ছাত্র নেতা মাহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন গণঅধিকার পরিষদ সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সুজন, সিলেট জেলার আহ্বায়ক নাঈম লস্কর প্রমুখ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর