সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাবলিগের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত মিরপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে- আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে কুমারখালীতে ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, ৩০ হাজার টাকা জরিমানা দুর্নীতিতে কুষ্টিয়ায় উপানুষ্ঠানিক বিদ্যালয়ের কার্যক্রম দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব : ডা. তাহের সৌদি আরবে ‘সাদা সোনার’ সন্ধান মিলল

সুখী সুন্দর উন্নত রাষ্ট্র গড়তে সুস্থ জনগোষ্ঠীর বিকল্প নেইঃ প্রকৌশলী জাকির হোসেন সরকার

নিজস্ব সংবাদদাতা / ১৯ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪, ৩:১২ অপরাহ্ন

কুষ্টিয়ায় যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। গত রবিবার (২৭ অক্টোবর) সকাল দশটায় কুষ্টিয়া কোর্ট ষ্টেশন সংলগ্ন জেলা যুবদলের আয়োজনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীল কর্মসূচির শুরু করা হয়। এ উপলক্ষে কুষ্টিয়া কোর্ট ষ্টেশন সংলগ্ন গরিব ও অসহায় মানুষদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পেইন এর কর্মসূচির উদ্বোধন করেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।উক্ত অনুষ্ঠানে কুষ্টিয়া শহর যুবদল আহবায়ক মোস্তাফিজুর রহমান সুমন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপি’র সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা যুবদলের সাবেক সভাপতি আল-আমিন রানা (কানাই), জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, জেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মেজবাউর রহমান পিন্টু এবং জেলা যুবদলের সাবেক সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মাজেদসহ কুষ্টিয়া জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতা কর্মিরা।এছাড়ও আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, কুষ্টিয়া শহর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াকার পারভেজ জীবন এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন কুষ্টিয়া শহর যুবদলের সদস্য সচিব জিল্লুলুর রহমান জনি।বক্তব্য প্রদানকালে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, ফ্রি মেডিকেল ক্যাম্প একটি জনসেবামূলক কর্মসূচি এর মাধ্যমে আমরা সাধারণ মানুষদের স্বাস্থ্যের বিষয় আরও বেশি সচেতন করা সম্ভব।

দৈনন্দিন জীবনের কর্ম প্রক্রিয়ায় জীবনের নানা ক্ষেত্রে আমি কতটুকু সফলতার সঙ্গে, দক্ষতার সঙ্গে এবং সুন্দরভাবে জীবনকে পরিচালিত করতে পারব তা নির্ভর করে আমার মানসিক সুস্থতা এবং মানসিক স্বাস্থ্যের সমৃদ্ধির ওপর। কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এ ব্যাপারে আমাদের সচেতনতার মাত্রা খুবই কম। কিন্তু সুস্থ ও সুন্দরভাবে বেঁচে থাকার জন্য আপনাকে শারীরিক স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে মানসিক স্বাস্থ্য, মানসিক সুস্থতা এবং সমৃদ্ধিকে সমানভাবে গুরুত্ব দিতে হবে। কারণ একটি সুখী সুন্দর উন্নত রাষ্ট্র গড়তে সুস্থ জনগোষ্ঠীর বিকল্প নেই। আমরা বেশিরভাগ মানুষ জানি না আমরা ওভার ওয়েট না,আন্ডার ওয়েট।

আমাদের প্রেসার কত কিংবা ফ্লাড সুগার লেভেল কত? কিন্তু একজন মানুষ সুস্থ থাকার জন্য এই দুই-তিনটা বিষয় জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি খাদ্যাভ্যাসপরিবর্তন করে নিয়মতান্ত্রিক জীবন ব্যবস্থা গড়ে তুলতে পারি, তাহলে অসুস্থতার হাত থেকে মুক্তি পাওয়া সম্ভব। জাকির হোসেন সরকার আরো বলেন, একটি সুশীল সুন্দর দেশ গঠনের জন্য, সুস্থ সফল জনগোষ্ঠীর প্রয়োজন। এর জন্য স্বাস্থ্য সম্পর্কে সচেতন হতে হবে। সুখী সম্মৃদ্ধি দেশ গঠনে স্বাস্থ্যই সকল সুখের মূল। অসুস্থ হওয়ার আগে নিজেকে সুস্থ রাখতে হবে। জনগণ যাতে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে নেতাকর্মীদের লক্ষ্য রাখার আহব্বান জানান তিনি।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর