সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাবলিগের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত মিরপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে- আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে কুমারখালীতে ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, ৩০ হাজার টাকা জরিমানা দুর্নীতিতে কুষ্টিয়ায় উপানুষ্ঠানিক বিদ্যালয়ের কার্যক্রম দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব : ডা. তাহের সৌদি আরবে ‘সাদা সোনার’ সন্ধান মিলল

কুষ্টিয়ার ইতিহাসে কুমারখালীতে যুবদলের সর্ব বৃহৎ র‌্যালী-সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা / ১৯১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪, ১:৪৬ অপরাহ্ন

কুষ্টিয়া জেলার ইতিহাসে উপজেলার কুমারখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সর্ব বৃহৎ সমাবেশ  ও র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ২৭ অক্টোবর কুমারখালী উপজেলা ও পৌর যুবদল যৌথভাবে এই সমাবেশ ও বর্নাঢ্য র‌্যালীর আয়োজন করে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি,  কুমারখালী পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব নূরুল ইসলাম আনছার প্রামানিক।

কুমারখালী উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলনের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সাবেক অর্থ সম্পাদক ও পৌর বিএনপির সাবেক সভাপতি কে এম আলম টমে। কুমারখালী পৌর যুবদলের আহ্বায়ক নুরে আলম বুলবুলের পরিচালনায় সমাবেশে উপজেলা, পৌরসভা, বিভিন্ন ইউনিয়ন, কলেজ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সমাবেশের আগে  হল বাজার থেকে বৃহৎ র‌্যালী বের করা হয়। বর্নাঢ্য র‌্যালীটি শহরের প্রধান সড়ক হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক দিয়ে কাজীপাড়া পর্যন্ত পৌছে। সকাল নয়টা থেকে কুমারখালী ও খোকসার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা হলবাজার দলীয় অফিসের সামেনে এসে জড়ো হতে থাকে। সাড়ে ১০টার মধ্যে জনতার উপস্থিতিতে এলাকা জমজমাট হয়ে উঠে। সোয়া এগারোটায় বের করা হয় র‌্যালী।

শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে হল বাজার দলীয় অফিসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশকে সফল করতে উপজেলা যুবদলের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড যুবদলের নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন ও সুসজ্জিত হয়ে হল বাজারে এসে জড়ো হতে থাকে। এসময় যুবদলের নেতা-কর্মীরা নানা ধরনের স্লোগান দিতে থাকেন।

 ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলের প্রধান এই অঙ্গ সংগঠনটি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুব শক্তিকে কর্ম শক্তিতে রূপান্তরিত করার লক্ষ্য নিয়ে যুবদল প্রতিষ্ঠা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া তথা কুমারখালীর ইতিহাসে এতো বড় র‌্যালী  ইতিপূর্বে অনুষ্ঠিত হয়নি, গতকালের র‌্যালীটি  ইতিহাস সৃষ্টি করলো। ধারনা করা হচ্ছে র‌্যালী ও সমাবেশে প্রায় ২০ হাজার নেতা-কর্মী অংশ নিয়েছেন। সমাবেশের আগে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন নেতৃবৃন্দ।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর