অধ্যাপক মাওলানা আবুল হাশেম পূনরায় কুষ্টিয়া জেলা জামায়াতের আমির নির্বাচিত হয়েছেন। জেলা জামায়াতে ইসলামীর দেড় সহস্রাধিক রুকণদের গোপন ভোটের মাধ্যমে তিনি ২০২৫-২০২৬ সেশনের জন্য পূনরায় জেলা আমির নির্বাচিত হলেন। গত ১৩ অক্টোবর কুষ্টিয়া জেলার জামায়াতে ইসলামীর রুকণরা এই গোপন ভোট প্রদান করেন। হাজী শরীয়তুল্লাহ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত জেলা আমির নির্বাচনে এই নির্বাচন পরিচালনা করেন কুষ্টিয়া ও যশোর এলাকার টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার আলী মহসীন ও ড. আলমগীর হোসাইন । গত বৃহস্পতিবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান কেন্দ্রীয় কার্যালয়ে ২০২৫-২০২৬ সেশনের জন্য জেলা ও মহানগরী আমিরদের নাম ঘোষনা করেছেন।
অধ্যাপক মাওলানা আবুল হাশেম ইতিপূর্বে জেলার মিরপুর উপজেলা সেক্রেটারি এবং উপজেলা আমিরের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়াও তিনি জেলা সহকারী সেক্রেটারি, এরপর জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারপর গত ২০২৩-২০২৪ সেশনের জন্য কুষ্টিয়া জেলা জামায়াতের আমির নির্বাচিত হন। বর্তমানে জেলা আমিরের দায়িত্বে থাকা অবস্থায় তিনি আবারও আগামী ২০২৫-২০২৬ সেশনের আরো ২ বছরের জন্য জেলা আমিরের দায়িত্ব পেলেন।
অধ্যাপক আবুল হাশেম কুষ্টিয়ার মিরপুর উপজেলার ঐতিহ্যবাহী পোড়াদহ কলেজে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন। পূনরায় জেলা আমির মনোনিত হওয়ায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষের পক্ষ থেকে তাকে অভিনন্দন জ্ঞাপন করা হচ্ছে। অচিরেই জেলা আমির হিসেবে শপথ অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।