মর্যাদা নিয়ে বেঁচে থাকার জন্য বিএনপির পতাকা দলে আপনাদের আসা উচিত, আপনারা দল মত নির্বিশেষে আসুন, বিগত দিনের অহংকার করে কোন লাভ হবে না। যারা ছোটখাটো দলের সাথে জড়িয়ে আছেন দোষের কিছু নেই। তবে আওয়ামী লীগের যারা ভাইটাল পোস্টে আছেন তাদের দলে যোগদান করানো যাবে না। আমাদের নির্দেশ রয়েছে যদি কেউ করেন তাহলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করবেন। আমার গ্রাম চরপাড়ার যারা ময়মুরুব্বী রয়েছেন আপনাদের কাছে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখে, আগামী দিনের জন্য আমাদের নেতৃত্বে তৈরি হয়ে যান।
এ কথাগুলো বলেন খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান সৈয়দ আমজাদ আলী। গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে তার নিজ বাসভবনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত উঠান বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, মোঃ মনিরুজ্জামান কাজল, শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মোমিন বিশ্বাস, জয়ন্তী হাজরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলম,বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস সালাম, সাবেক কাউন্সিলর আবুল কালাম আজাদ, রবিন আহমেদ জসিম, কামরুজ্জামান শরীফ, মানিক, মুঙলা মন্ডল, আনিচুর রহমান সৈয়দ সায়েম আহমেদ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়া সাংবাদিকগণ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরিশেষে বৈষম্য বিরোধী ছাত্র সমাজের যারা শহীদ হয়েছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়ার সুস্থতা ও তারেক জিয়ার সুস্থতা সহ দেশবাসীর সকলের প্রতি সুস্থতা কামনা করে অনুষ্ঠানের সমাপ্ত করেন।