খুলনার পাইকগাছায় মসজিদের দানীয় ছাগল বিক্রি নিয়ে সংঘর্ষে ১ মুসল্লী নিহত ও ৩ জন আহত হয়েছেন।
ঘটনাটি শুক্রবার (১৮ অক্টোবর) জুম্মার নামাজ শেষে উপজেলার শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর পশ্চিমপাড়া জামে মসজিদে স্থানীয় এক ব্যক্তি একটি ছাগল দান করেন। জুম্মার নামাজ শেষে মসজিদ কমিটির পক্ষ থেকে দানীয় ছাগলটি বিক্রয় করার সিদ্ধান্ত নেন। নগদ ছাড়া বাকি বিক্রয় হবে বলে মসজিদ কমিটি থেকে ঘোষণা করা হলে উপস্থিত ক্রেতা দুপক্ষের মুসুল্লি তর্ক বির্তকের এক পর্যায়ে মারামারি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কয়েকজন আহত হয়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক শ্যামনগর গ্রামের মৃত মোসলেম গাজীর ছেলে ফজর আলী গাজী (৫৫) কে মৃত ঘোষণা করেন।
আহত অন্যান্যরা হলেন, ফজর আলীর জামাই শাহীন (৪০), মোস্তফা গাজী (৪৫) ও তার ছেলে বুলবুল গাজী (২২)। এ ব্যাপারে থানার চলতি দায়িত্বে থাকা ওসি তুষার কান্তি দাশ বলেন মারপিটের ঘটনায় ফজর আলী গুরুতর জখম ও আঘাতপ্রাপ্ত হয়, হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের সুরুত হাল রিপোর্ট শেষে ময়না তদন্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় যারা জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন।