আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের মধ্যে আগামী জাতীয় নির্বাচনের আয়োজন করা হতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৮ অক্টোবর) রাতে বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে, নির্বাচনের সময় জানতে চাইলে এ কথা বলেন আইন উপদেষ্টা।
আসিফ নজরুল বলেন, সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনসহ নির্বাচনপূর্ব প্রস্তুতি সম্পন্ন করে আগামী বছরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন করা হতে পারে।
আমি মনে করি, বাস্তবতার নিরিখে আগামী বছরের মধ্যে নির্বাচন সম্ভব হবে। অনেকগুলো বিষয় আছে। এটা আমার প্রাথমিক অনুমান।
নতুন নির্বাচন কমিশন গঠনে শিগগিরই সার্চ কমিটি গঠন করা হবে বলেও জানান আইন উপদেষ্টা। তিনি বলেন, এরপর নতুন নির্বাচন কমিশন ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রণয়ন করবে এবং তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, নির্বাচন অনুষ্ঠানের সময় নিয়ে এই প্রথম কোনো উপদেষ্টা সরাসরি মন্তব্য করলেন।