মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০৮:৪৭ অপরাহ্ন

সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘভাতার ঘোষণা ৩০ জুনের মধ্যেই

নিজস্ব সংবাদদাতা / ১১ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৫:১০ অপরাহ্ন

আগামী ৩০ জুনের মধ্যেই সরকারি সকল কর্মচারীদের জন্য মহার্ঘভাতা ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সচিব এ কথা জানান। এসময় তিনি আরও বলেন, এবার যারা মহার্ঘভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় সেই ভাতা বেসিকের সঙ্গে যোগ হবে । তবে কত শতাংশ মহার্ঘভাতা ঘোষণা করা হবে সে বিষয়ে এখনই কিছু জানাননি তিনি।

মহার্ঘভাতা ঘোষণার পরেও সরকারি কর্মচারীদের জন্য বর্তমানে চালু থাকা পাঁচ শতাংশ হারে প্রণোদনা অব্যাহত থাকবে কি না, সে বিষয়ে কোনো তথ্য জানাতে পারেননি জনপ্রশাসন সচিব।

মহার্ঘভাতা পর্যালোচনা কমিটির সদস্য মোখলেস উর রহমান বলেন, মহার্ঘভাতা নিয়ে দুটি সভা হয়েছে। এবার পেনশনারদেরও মহার্ঘভাতা দেওয়া হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর