কুষ্টিয়ার কুমারখালী পৌর এলাকায় বৃক্ষ রোপন ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছে “ক্লিন কুমারখালী গ্রীন কুমারখালী”র (কেকে-জিকে) একদল কর্মী। গতকাল শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কুমারখালী হাসপাতাল চত্বরে এ বৃক্ষ রোপন ও পরিছন্নতা অভিযান চালানো হয়। কুষ্টিয়া জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক ও কুমারখালী পৌরসভার সাবেক মেয়র নূরুল ইসলাম আনছার প্রামানিক এর সার্বিক সহযোগিতা ও কুমারখালী থানা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনসার মিলন এর উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের আহ্বায়ক জাকারিয়া আনছার মিলন, ডাক্তার খালেক সাইফুল্লা সহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।
কর্মসূচি অনুযায়ী কুমারখালী হাসপাতাল এলাকায় এই বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন করেন সংগঠনটির সদস্যরা। সংক্ষিপ্ত বক্তব্যে জাকারিয়া আনছার মিলন শহরবাসীর সহায়তা চেয়ে বলেন, একটা জিনিস মনে রাখবেন, হাজার-হাজার কোটি টাকা জলাবদ্ধতা, পরিস্কার-পরিচ্ছন্নতার জন্য এবং মশা মারার জন্য খরচ করে জনগণকে সচেতন করতে না পারি তখন এই নগরকে আপনি সুন্দর রাখতে পারবেন না। এজন্য আপনাদের সহায়তা প্রয়োজন। এ শহর আমার-আপনার সবার। ময়লা যথাস্থানে ফেলুন। আসুন সবাই মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তিনি আরো বলেন, সচেতনতা ও বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতেই তাদের এই উদ্যোগ। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এই আয়োজন ধারাবাহিক ভাবে চলতে থাকবে। কুমারখালী হাসপাতাল চত্বরে বৃক্ষ রোপন কর্মসূচিতে আম, জাম, কাঁঠাল ও বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা লাগানো হয়।