মহান বিজয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীতে বিশাল বিজয় র্যালি ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। কুমারখালীর ইতিহাসে সর্ববৃহৎ এই র্যালী আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এই র্যালি ও সমাবেশ হয়।
র্যালিটি শহরের ঝাউতলা মোড় এলাকা থেকে শুরু করে খোকন মোড়, হলবাজার, গণমোড়, ষ্টেশন বাজার, বাসষ্ট্যঠহু ঘুরে কুমারখালী প্রেস ক্লাব-এর সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিজয় র্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমীর আফতাব উদ্দিন আহমেদ। আবুল আহসান শমসেরের সঞ্চালনায় বিজয় র্যালী ও সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা কর্মপরিষদ সদস্য কামারুজ্জামান মিয়া, মাওলানা সামসুদ্দিন আহমেদ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক ভাইস চেয়ারম্যান আফজাল হোসাইন, পৌর জামায়াতের আমির এডভোকেট রবিউল ইসলাম প্রমূখ।
সমাবেশে বক্তারা তাদের বক্তব্যে বলেন, স্বাধীনতার ৫৩ বছর পেরিয়ে গেলেও প্রকৃত অর্থে জনগণের কাঙ্ক্ষিত স্বাধীনতা অর্জিত হয়নি। প্রিয় বাংলাদেশের স্বাধীনতা রক্ষা ও জাতিকে আত্মনির্ভরশীল রাখতে আমাদের শপথ নিতে হবে এবং আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে।