সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
তাবলিগের সাদপন্থি নেতা মুয়াজ বিন নূরের ছাত্রত্ব ও সনদ বাতিল দিল্লিতে ব্যাপক ধর-পাকড় অভিযান, ১৭৫ বাংলাদেশি শনাক্ত মিরপুরে কিশোর কন্ঠ মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশের তরুণরা পুরো বিশ্বকে বদলে দিতে পারে চাঁদাবাজি বন্ধ হয়নি, শুধু চাঁদাবাজের পরিবর্তন হয়েছে- আলেম-ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় হাসনাত আবদুল্লাহ শীতে যেসব খাবার খেলে শিশুরা সুস্থ থাকবে কুমারখালীতে ইটভাটায় করাত কল বসিয়ে পোড়ানো হচ্ছে কাঠ, ৩০ হাজার টাকা জরিমানা দুর্নীতিতে কুষ্টিয়ায় উপানুষ্ঠানিক বিদ্যালয়ের কার্যক্রম দেশের সব ধর্মের মানুষ নিয়ে মিলেমিশে থাকব : ডা. তাহের সৌদি আরবে ‘সাদা সোনার’ সন্ধান মিলল

কুমারখালীতে যুবদল নেতাকে মারপিট করলেন চরসাদিপুর ইউপির চেয়ারম্যান

নিজস্ব সংবাদদাতা / ১৩ বার নিউজটি পড়া হয়েছে
আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ৬:২১ পূর্বাহ্ন

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চরসাদিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মো. মেছের আলী খাঁর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করায় এক যুবদল নেতাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার রাত সাড়ে ৯ টার দিকে ওই ইউনিয়নের ঘোষপুর বাজারে এ ঘটনা ঘটে। গতকাল রোববার দুপুরে কুমারখালী থানায় এমন লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী জাহাঙ্গীর আলম (৪০)। তিনি চরসাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক ও গোবিন্দপুর গ্রামের মৃত আফছার আলীর ছেলে। এলাকাবাসী জানায়, গত শনিবার বিকেলে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সামনে এক মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে এলাকাবাসীর একাংশ। এতে চরসাদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বয়েনের সভাপতিত্বে বক্তব্য রাখেন চরসাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ও সাধারণ সম্পাদক গোলাম আযম, ইউনিয়ন জামায়াতের আমির আবু তালেব, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, পদ্মা নদীর কারণে জেলা ও উপজেলা শহরের সঙ্গে চরসাদিপুরের উন্নত যোগাযোগ ব্যবস্থা নেই। চলাচলের একমাত্র যানবাহন নৌকা। সেজন্য সরকারি কর্তাদের নজরদারি কম। সেই সুযোগে আওয়ামী লীগপন্থী চেয়ারম্যান মেছের আলী খাঁ পাঁচ-সাত হাজার টাকা ঘুষের বিনিময়ে ভিজিএফ, প্রতিবন্ধি, বয়স্ক ও বিধবা ভাতার কার্ড প্রদানে দলীয়করণ, স্বজনপ্রীতি করেছেন। দলীয়করণের মাধ্যমে টিআর, কাবিখাসহ সরকারি নানা প্রকল্পে অনিয়ম ও অর্থ লুটপাট করেছেন। তারা এই অনিয়ম ও দুর্নীতিবাজ চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। চরসাদিপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক জাহাঙ্গীর আলম বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। এসবের প্রতিবাদে গত শনিবার বিকেলে মানববন্ধন করা হয়। সেই ক্ষোভে রাতে চেয়ারম্যান মেছের আলী খাঁ, তাঁর দুই ছেলে ফিরোজ হোসেন (৪০) ও নাজমুল হোসেনসহ আট-দশ জন মিলে আমাকে কিল ঘুষি, লাথি মারে এবং হত্যার হুমকি দিয়েছেন। আমি বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগ করেছি। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মো. মেছের আলী খাঁ। তিনি বলেন, জাহাঙ্গীর আমার পাড়া প্রতিবেশী আত্মীয়। সে কেন মানববন্ধনে গিয়েছিল? তা জানতে গিয়েছিলাম। তবে মারধর করা হয়নি। অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আরো বলেন, সরকার পরিবর্তন হওয়ায় জামায়াত-বিএনপির নেতাকর্মীরা ব্যক্তিগত সুবিধা নিতে না পেরে মনগড়া অভিযোগ করছেন। কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, লিখিত অভিযোগটি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) এস এম মিকাইল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ জাতীয় আরো খবর ....
এক ক্লিকে বিভাগের খবর