জনগণের ভোটে নির্বাচিত হলে আওয়ামী লীগের মতো পরিবারতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গঠন না করার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কোনো সরকারই যেন স্বৈরাচার হয়ে উঠতে না পারে সে কারণে এক ব্যক্তি দুবারের বেশি যেন প্রধানমন্ত্রী না হতে পারেন, সংবিধানে তা সংযোজন করা হবে।
এছাড়া ক্ষমতায় গেলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি। বলেন, সংস্কার শুধু কাগজে নয়, মানুষ তার ভাগ্যের পরিবর্তন চায়।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বিকেলে রাজধানীর হোটেল লেকশোরে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।