কুষ্টিযার কুমারখালীর তরুন আইনজীবী ও মোঃ রবিউল ইসলাম কুষ্টিয়ার বিজ্ঞ যুগ্ম জেলা ও দায়রা জজ ২ আদালত এর এপিপি মনোনীত হওয়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে শহরের আল ফালাহ এতিমখানা মিলনায়তনে এই সংবর্ধনার আয়োজন করে কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর বায়তুল মাল বিষয়ক সম্পাদক মোঃ কামারুজ্জামান মিয়া। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আফতাব উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর, সাবেক উপজেলা পরিষদেও ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসাইন।
কুমারখালী উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মামুন আর রশীদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবুল আহসান শমসের, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সাবেক ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মোঃ নজরুল ইসলাম, সমাজ সেবক আবু মাশরেক টগর প্রমূখ। অনুষ্ঠানে কুমারখালীর তরুন আইনজীবী মোঃ রবিউল ইসলামকে অতিথিবৃন্দ ফুলেল শুভেচ্ছা প্রদান করেন।
উল্লেখ্য, এ্যাডঃ রবিউল ইসলামই কুষ্টিয়া আদালতে সর্ব কনিষ্ঠ এপিপি হিসেবে মনোনীত হয়েছেন। সাবেক এই ছাত্র নেতা বর্তমানে তিনি কুমারখালী পৌর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করছেন।