নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে বিশেষ টাস্কফোর্স কুষ্টিয়া সদর উপজেলায় ঝাউদিয়া বাজারে অভিযান পরিচালনা করে। এসময় ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ০৪ টি প্রতিষ্ঠান কে ২৭হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে। অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অপরাধে নিরানন্দ স্টোরকে ২হাজার টাকা, ভাই ভাই স্টোরকে ৩ হাজার টাকা, মিস্টির মধ্যে পোকা থাকায় বিশ্বজিত হোটেলকে ২হাজার টাকা এবং কোন প্রকার সনদ না থাকা সত্ত্বেও নিজেকে ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে চিকিৎসা দেওয়ার অপরাধে লক্ষ্মণ কুমার কুন্ডু কে ২হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় সাথে ছিলেন কুষ্টিয়া সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর সুলতানা রেবেকা নাসরিন, মোঃ মকলেচুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা, উপজেলা কৃষি অফিস, সদর, শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাহ আল মাহমুদ এর নেতৃত্বে ছাত্রদের একটি টিম। এছাড়া গতকাল বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে মিরপুর উপজেলার পোড়াদহ বাজারে মিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেশকাতুল ইসলামের নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম সহনীয় রাখতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় ভাউচার সংরক্ষণ করতে নির্দেশনা দেওয়া হয়। মূল্য তালিকা প্রদর্শিত না থাকা, অধিক মূল্যে পণ্য বিক্রয় করা ও মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার অপরাধে ০৫ টি প্রতিষ্ঠান কে ০৫হাজার টাকা জরিমানা আরোপ করা হয়েছে।