কুষ্টিয়া কুমারখালী রেল স্টেশন ও হল বাজার এলাকায় বেশি দামে ডিম বিক্রি ও ডিম মজুত করার অভিযোগে দুই ডিম ব্যবসায়ীকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। অপর দিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া এর অভিযানে কুমারখালী তহবাজারে নিজাম এর মুরগি দোকানে মূল তালিকা না থাকায় ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এই অভিযান করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১১ টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিরুল আরাফাত ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুষ্টিয়া সহকারী পরিচালক সু চন্দন মন্ডল পৃথকভাবে এ দন্ডাদেশ প্রদান করেন।
ভ্রাম্যমান আদালতের বিচারক আমিরুল আরাফাত বলেন, সরকার নির্ধারিত যৌক্তিক মূল্য নিশ্চিতের লক্ষ্যে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুই ডিম বিক্রেতাকে জরিমানা করা হয়েছে। একইসময় ব্যবসায়ীদের পাকা ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।এ সময় অভিযানকালে কুমারখালী প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেনসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী , থানা পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।একইসময় ব্যবসায়ীদের পাকা ভাউচার সংরক্ষণ, মূল্যতালিকা প্রদর্শন ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানান তিনি।