কুষ্টিয়ার কুমারখালীতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। ২১ অক্টোবর রোববার দুপুরে স্থানীয় সাংবাদিক কাঙ্গাল হরিনাথ স্মৃতি যাদুঘর অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার আয়োজনে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‘ফুলের মতো ফুটবো মোরা / আলোর মতো ছুটবো / জ্ঞানের আলো সাথে নিয়ে / দেশটাকে গড়বো’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত অত্র সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইবির আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক এ কে এম মফিজুল ইসলাম।
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কুমারখালী উপজেলা সভাপতি ইসরাইল হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমারখালী ফাযিল মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা জুলফিকার আলী ও ছাত্র শিবিরের কুষ্টিয়া জেলা সভাপতি ইমরান হোসাইন।
অনুষ্ঠানে এইচ এস সি, আলিম ও সমমান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেওয়া হয়।