কুষ্টিয়া সদর থানা জাতীয়তাবাদী শ্রমিকদলের অফিস উদ্বোধন করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধা ৮ টার সময় কুষ্টিয়া সাদ্দাম বাজারে সদর থানা শ্রমিকদলের সভাপতি শামীম মজমাদারের সভাপতিত্বে এবং জেলা সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান রঞ্জুর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ মোঃ কাজল মজমাদার।
এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রদল নেতা ও কুষ্টিয়া জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি খ. ম. মোখলেসুর রহমান, জেলা যুবদলের সদ্য সাবেক আহ্বায়ক আব্দুল মাজেদ, সদর থানা শ্রমিকদলের সাধারণ সম্পাদক ও জেলা শ্রমিকদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আবেদুর রহমান আন্নু, জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা ববি রুমা।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী শ্রমিকদলের দপ্তর সম্পাদক মোঃ হাফিজুর রহমান। আরও বক্তব্য রাখেন, জেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ সাফায়েত হোসেন, সদর থানা শ্রমিকদলের সহ-সভাপতি মোঃ আব্দুস সালাম প্রধান, মোঃ ওলি, মোঃ আমিরুল বাদশা, সদর থানা শ্রমিকদলের সংগাঠনিক সম্পাদক মোঃ লিটন শেখ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হাবু, মোঃ রেজাউল করিম দিলু, মোঃ সজল আহমেদ এবং নাসির উদ্দিন প্রমুখ।